
শুটিংয়ের অবসরে প্রায়ই গিটার নিয়ে বসে যান গান করতে বসে যেতেন আফরান নিশো। অভিনয়ে নিজেকে প্রমাণ করেছেন আগেই, এবার কণ্ঠশিল্পী হিসেবে প্রমাণের চেষ্টায় আফরান নিশো! এবার নিজের সিনেমার গানে কণ্ঠ দিলেন তিনি।
ঈদে মুক্তি প্রতীক্ষিত ‘দাগি’ সিনেমার শিরোনাম সংগীতে (টাইটেল ট্র্যাক) কণ্ঠ দিয়েছেন এই তারকা! গানের কথা—‘তোমাদের চোখে দাগি/সমাজের চোখে দাগি/যতবার খুশি মারো, তত বারবার জাগি’। ঠিক যেন ‘দাগি’ সিনেমার দাগি হয়ে নিজের কথাগুলোই বলেছেন গানে গানে।
গানটিতে আফরান নিশোর কণ্ঠ দেওয়ার পরিকল্পনাটি হঠাৎ করে। নিশো বলেন, ‘প্রযোজক শাহরিয়ার শাকিল একদিন আমাকে গানটির ডেমো ভার্সন শুনিয়ে জানতে চাইলেন, কেমন লেগেছে। আমি বললাম, ক্যাচি অ্যান্ড পাওয়ারফুল। গানটা নিয়ে কী করা যায়, এটা ভাবতে ভাবতে একসময় আমাকে জানানো হয়, গানটিতে আমি কণ্ঠ দিলে কেমন হয়!’
গানটি লেখা হয়েছে একজন দাগির দৃষ্টিকোণ থেকে। তাই সংশ্লিষ্টরা চেয়েছেন দাগি সিনেমার দাগি যে, তার কণ্ঠেই গানটি সবচেয়ে বেশি মানায়। নিশো বলেন, ‘গানটিতে কণ্ঠ দেওয়ার যৌক্তিক কারণ ছিল বলে আমি গাইতে রাজি হই। আরও কিছু সংযোজন-বিয়োজনের পর গানটিতে ভয়েস দিই।’
শ্রোতা-দর্শকেরা গানটিতে নতুন কিছু পাবেন এবং তাঁদের ভালো লাগবে বলে আশাবাদী নিশো। রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দাগি। পরিচালনা করেছেন শিহাব শাহীন। এতে নিশোর নায়িকা তমা মির্জা।
২৬ মার্চ রাতে গানটি প্রকাশ পেয়েছে অনলাইনে। রাসেল মাহমুদের কথায়, গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আরাফাত মহসীন নিধি। গানে মূলত নিধির সঙ্গে কিছু অংশ গেয়েছেন নিশো।
‘দাগি’ থিম সংটির সুরকার ও সংগীতায়োজক আরাফাত মহসীন নিধি জানান, টাইটেল ট্র্যাক শ্রোতারা যেভাবে শুনে অভ্যস্ত, ‘দাগি’র ক্ষেত্রেও তেমন কিছু করার চেষ্টা ছিল তার। নিধি বলেন, “গানটির ধারণা পাওয়ার পর আমার মনে হয়েছে একটা ঝাঁঝালো, প্রতিবাদী সুর দরকার। সেটাই করার চেষ্টা করেছি। এরকম গানে শব্দ খুব গুরুত্বপূর্ণ, সেটাও আমি ঠিকঠাক পেয়ে গেছি। নিশো ভাইকে আমি আগেও গান করার প্রস্তাব দিয়েছি, কিন্তু হয়ে উঠছিল না। এবার হয়ে গেল। যখন জানলাম নিশো ভাই গানে কণ্ঠ দেবে, র্যাপ করবে, তার কণ্ঠস্বরে মানাবে এমনভাবে কিছু জায়গায় সুর রাখার চেষ্টা করেছি। আশা করছি শ্রোতাদের ভালো লাগছে গানটি।”