Top Newsসংবাদ সারাদেশ

নির্ধারিত সময়েই প্ল্যাটফর্মে ট্রেন, উচ্ছ্বসিত যাত্রীরা

মোহনা অনলাইন

বছর কয়েক আগেও নির্ধারিত সময়ের পরে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো ট্রেনের জন্য। কিন্তু সময়ের বদলে এখন যাত্রী নয়, ট্রেনই অপেক্ষা করছে যাত্রীদের জন্য। নির্ধারিত সময়েই প্লাটফর্মে আনা হচ্ছে ট্রেন রেক। ট্রেনের সিডিউলের এমন সুব্যবস্থাপনা দেখে যাত্রীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

শুক্রবার (২৮ মার্চ) দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশন ঘুরে চিত্র দেখা গেছে।

প্রতিটি প্ল্যাটফর্মে ট্রেন নির্ধারিত সময়ে চলে আসছে এবং যাত্রীরা কোনোরকম দেরি ছাড়াই ট্রেনে উঠতে পারছেন। এবার ঈদের সময় ট্রেনের সিডিউল অনেক বেশি সময়মতো চলছে, যা যাত্রীদের জন্য অনেক বড় একটি স্বস্তি। স্টেশন থেকে এই দৃশ্য দেখা গেছে, প্ল্যাটফর্মগুলোতে ট্রেনের রেক রাখা হচ্ছে নির্দিষ্ট সময়েই, এবং ট্রেনের ছেড়ে যাওয়ার পর পরবর্তী ট্রেনগুলো প্রস্তুত রাখা হচ্ছে।

যাত্রীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করে বলছেন, আগের বছরগুলোতে ঈদযাত্রায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো, কিন্তু এবার ট্রেন সঠিক সময়ে চলছে। জামালপুর এক্সপ্রেসের যাত্রী জাহাঙ্গীর হোসেন জানান, তিনি প্ল্যাটফর্মে এসে দেখে আশ্চর্য হয়েছেন যে ট্রেন নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে চলে এসেছে। তিনি বলেন, “এখন ঈদের ট্রেন যাত্রাটা বেশ ভালোই লাগছে, কোনো ঝামেলা হচ্ছে না।”

ঢাকা রেলওয়ে স্টেশন ব্যবস্থাপক শাহাদাত হোসেন জানিয়েছেন, ভোর থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ১৩টি আন্তঃনগর ট্রেন ঢাকা স্টেশন ছেড়ে গেছে, এবং প্রতিটি ট্রেনই নির্ধারিত সময় মেনে ছেড়েছে। এই সুসংগঠিত সিডিউল ব্যবস্থাপনা বর্তমানে যাত্রীদের জন্য একটি বড় সুবিধা হয়ে দাঁড়িয়েছে, যা রেল সেক্টরের উন্নতির একটি স্পষ্ট চিহ্ন।

এখনকার সময়ে ট্রেনের শিডিউল সঠিকভাবে মানা এবং যাত্রীদের অভিজ্ঞতা উন্নতি হওয়া, দেশব্যাপী রেলওয়ে ব্যবস্থার উন্নতির এক চমৎকার উদাহরণ। এটি আরও বেশি যাত্রীকে রেলপথে ভ্রমণে উৎসাহিত করবে, বিশেষ করে ঈদসহ অন্যান্য উৎসবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
bn Bengali en English