
বাংলাদেশের ম্যাগাস্টার শাকিব খানের জন্মদিন আজ। তার প্রকৃত নাম মাসুদ রানা। ১৯৭৯ সালের ২৮ মার্চ আজকের দিনে গোপালগঞ্জে জন্ম তাঁর। শৈশব কেটেছে নারায়ণগঞ্জে। পরিচালক সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমে তিনি শাকিব খান হিসেবে আত্মপ্রকাশ করেন।
সিনেমাটি ব্যবসা সফল না হলেও এর পর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি ঢালিউডের ‘নাম্বার ওয়ান শাকিব খান’কে। শাকিব খানের জনপ্রিয়তা এখন শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, দক্ষ অভিনয়শৈলী দিয়ে টালিউড, বলিউডেও দর্শকের মনে জায়গা করে নিয়েছেন ।
ব্যক্তি জীবনেও কিছুটা সমালোচিত শাকিব খান। অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে দাম্পত্য সম্পর্কে জড়ালেও শেষ পর্যন্ত কোনো সম্পর্কই টেকেনি তার। সম্পর্ক না টিকলেও জন্ম তারিখ পড়তেই শাকিবকে বিশেষ এই দিনটির শুভেচ্ছা জানালেন অপু-বুবলী দুজনে; সামাজিক মাধ্যমে প্রাক্তন স্বামীকে সম্বোধন করলেন নানা তকমায়।
শুক্রবার (২৮ মার্চ) শাকিব খানের জন্মদিন উপলক্ষ্যে সামাজিকমাধ্যম ফেসবুকে সিনেমার দৃশ্যে দুজনার একটি ফ্রেম পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে অপু বিশ্বাস লিখেছেন, ‘শুভ জন্মদিন জীবন্ত মেগাস্টার শাকিব খান।’ এরপরই হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন- ‘আমার শাহরুখ খান।’
অন্যদিকে সাবেক স্বামীর প্রতি ভালোবাসার কথা জানাতে বাদ রাখেনি চিত্রনায়িকা শবনম বুবলীও। এ নায়িকা ফেসবুকে লিখেছেন- ‘শুভ জন্মদিন বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির মহারাজা শাকিব খান।’ এর মাঝে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।
আজ জন্মদিনে প্রকাশিত হবে ঈদে মুক্তি পেতে যাওয়া ‘বরবাদ’ ছবির ‘চাঁদ মামা’ গানটি। সেই সঙ্গে কোরবানির ঈদে মুক্তি প্রতীক্ষিত রায়হান রাফীর ‘তাণ্ডব’-এর ফার্স্ট লুকও প্রকাশিত হওয়ার কথা রয়েছে আজ।