Top Newsআন্তর্জাতিক

ভূমিকম্পের পরও বিমান হামলা চালিয়ে যাচ্ছে জান্তা

মোহনা অনলাইন

বিধ্বংসী এই ভূমিকম্পের পরও দেশের বিভিন্ন স্থানে বিমান হামলা অব্যাহত রেখেছে মিয়ানমারের জান্তা। ৭ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে এ পর্যন্ত দেশটিতে মৃত্যুর সংখ্যা ১৬০০ ছাড়িয়ে গেছে।

পরিস্থিতি মোকাবিলায় জান্তা সরকার আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে। শনিবার (২৯ মার্চ) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, মিয়ানমারের সামরিক জান্তা যুদ্ধবিধ্বস্ত দেশটির কিছু অংশে ভয়াবহ ভূমিকম্পের পরও বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। জাতিসংঘ এই হামলাগুলোকে “সম্পূর্ণরূপে জঘন্য এবং অগ্রহণযোগ্য” বলে বর্ণনা করেছে।

জাতিসংঘের স্পেশাল র‌্যাপোটিয়ার টম অ্যান্ড্রুজ বিবিসিকে বলেন, ভূমিকম্পের পর সবাই যখন “মানুষকে উদ্ধারের চেষ্টা করছেন তখন সেনাবাহিনী মানুষের ওপর বোমা নিক্ষেপ” অব্যাহত রেখেছে, এটা “অবিশ্বাস্যের চেয়ে কম কিছু নয়”।

তিনি প্রায় চার বছর আগে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলকারী সামরিক সরকারের প্রতি সকল ধরনের সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “যাদের সামরিক বাহিনীর ওপর প্রভাব আছে তাদের উচিত তাদের ওপর চাপ বৃদ্ধি করা এবং স্পষ্ট করে বলা উচিত যে— এটি গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও বলেন, “আমি জান্তাকে তাদের যেকোনও সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানাচ্ছি।”

বিবিসি বার্মিজ নিশ্চিত করেছে, উত্তরাঞ্চলীয় শান প্রদেশের নাউংচোতে বিমান হামলায় সাতজন নিহত হয়েছেন। ভূমিকম্প আঘাত হানার তিন ঘণ্টারও কম সময়ের মধ্যে স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে ওই হামলা চালানো হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button