Top Newsজাতীয়

এবার রেলের কেউ কালোবাজারিতে জড়াতে সাহস পায়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

মোহনা অনলাইন

ঈদযাত্রায় প্রতি বছর ট্রেনের টিকিট কালোবাজারি সিন্ডিকেট গড়ে ওঠে। কিন্তু এবার সেটা কঠোরভাবে নজরদারি করায় কেউ জড়ানোর সাহস পায়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টায় কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ঈদযাত্রার সময় প্রতি বছর ট্রেনের টিকিট কালোবাজারি সিন্ডিকেট গড়ে ওঠে। এতে রেলওয়ের লোকজনও জড়িয়ে পড়ে। এবার সেটা কঠোরভাবে নজরদারি করা হয়েছে। রেলের কেউ এসবে জড়াতে পারেনি। ফলে যাত্রীদের অসুবিধায় পড়তে হয়নি।’

তিনি আরও বলেন, আগে পথে পথে চাঁদাবাজি চলত, গাড়ি থামানো হতো। এবার কিন্তু সেটা নেই। কেউ এটা করার সুযোগ ও সাহস পায়নি। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। তারা নির্দেশনা মোতাবেক ভালো কাজ করছেন। সবমিলিয়ে ঈদযাত্রায় আমরা ইতিবাচক ফলাফল পাচ্ছি।

জাহাঙ্গীর আলম বলেন, ঈদের জামাত ঘিরে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই বলেও ।
 
এরপর সদরঘাট পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নৌপথেও এবারের ঈদযাত্রা স্বাস্তিদায়ক। এরইমধ্যে ১০ লাখ যাত্রী নৌপথে গ্রামে গেছেন। ভাড়া নিয়েও কোনো অসন্তোষ নেই।’
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button