বিনোদন

হুইল চেয়ারে মোশাররফ করিম!

মোহনা অনলাইন

পায়ে ব্যান্ডেজ নিয়ে হুইল চেয়ারে করে অনুষ্ঠানে প্রবেশ করেন মোশাররফ করিম। পরনে পাঞ্জাবি। মাথার চুলগুলো এলোমেলো। তার উপস্থিতিতে সবাই অবাক।  এটি কোনো সিনেমার দৃশ্য নয়, বরং সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানে এভাবে প্রবেশ করেন এই তারকা অভিনেতা।

রাজধানীর বিমানবন্দর সংলগ্ন সেন্টার পয়েন্ট স্টার সিনেপ্লেক্স নির্মাতা শরাফ আহমেদ জীবনের ঈদের সিনেমা ‘চক্কর ৩০২’ এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। কিন্তু এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করা মোশাররফ করিম যখন প্রবেশ করলেন তখন তাকে দেখে অবাক হয়েছিলেন উপস্থিত সবাই। কারণ, অন্যদিনের মত স্বাভাবিক ছিলেন না তিনি।

এভাবে দেখে শুরুতে অনেকে ভেবেছিলেন ছবির প্রচারণার স্বার্থে প্রথমে মোশাররফ করিমের এই বেশ। তবে মোশাররফ করিম ও ছবির নির্মাতা শরাফ আহমেদ জীবন জানান, তাঁর পায়ে ফোঁড়াজনিত কারণে অস্ত্রোপচার হয়েছে।

শরাফ আহমেদ জীবন বলেন, ‘মোশাররফ ভাইয়ের পায়ে একটি অস্ত্রোপচার হয়েছে। তারপরও যে তিনি আজকের প্রিমিয়ারে আসবেন এটা আমরা কল্পনাও করিনি। তিনি তাঁর ডেডিকেশনের জায়গা থেকে এসেছেন। এজন্যই তিনি সেরা। এজন্যই তিনি মোশাররফ করিম। একজন নির্মাতা হিসেবে বলতে পারি, এদেশে তার মতো ডেডিকেটেড অভিনেতা পাওয়া সত্যিই কঠিন।’

মোশাররফ বলেন, “এখানে উপস্থিত হয়ে আজ সিনেমাটি যারা দেখলেন তারাই বলতে পারবেন এটি কেমন আছে। তবে আমি এটুকু বলতে পারি সবাই দারুণ অভিনয় করেছেন। কারণ, জীবন সবার থেকে অভিনয়টা আদায় করে নিয়েছেন। এছাড়া এখানে নতুন কয়েকজন শিল্পী কাজ করেছেন। তারা কিন্তু কোনও অংশেই কম করেনি। ওদের নিয়ে আমি খুব আশাবাদী। আশাকরি সিনেমাটি সবার ভালো লাগবে।”

২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পায় ‘চক্কর’ সিনেমা। প্রথমে সিনেমাটির নাম রাখা হয়েছিল ‘বিচারালয়’। পরবর্তীতে মন্ত্রণালয়ের নির্দেশে নাম পরিবর্তন করে রাখা হয় ‘চক্কর ৩০২’। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন— ইন্তেখাব দিনার, সুমন আনোয়ার, রওনক হাসান, মৌসুমী নাগ, শাশ্বত দত্ত প্রমুখ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button