Top Newsঢাকাসংবাদ সারাদেশ
শাওয়ালের চাঁদ দেখা গেছে, সোমবার ঈদ

দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে। সোমবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।
মুসল্লিরা ঈদগাহে নামাজ আদায় করবেন। এবার ঈদের প্রধান জামাত শুরু হবে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায়। বৈরী আবহাওয়া থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হবে।
ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে রোববার সন্ধ্যায় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় শেষে বলা হয়, শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী উপদেষ্টা পৃথক বাণীতে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।



