
ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত বিগ বাজেটের সিনেমা ‘বরবাদ’। সিনেমা মুক্তির পর থেকেই শাকিব ভক্তদের দেখার মতো উচ্ছ্বাস লক্ষ করা গেছে। মুক্তির পরই আলোচনার কেন্দ্রে সিনেমাটি।
তবে এমন আশার ভিতরেই বাসা বেঁধেছে হতাশা। জানা যায়, প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম দিনই পাইরেসির কবলে পড়েছে বিগ বাজেটের ‘বরবাদ’ সিনেমাটি। মুক্তির প্রথম দিনেই সিনেমার বিভিন্ন ক্লিপস সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন প্রযোজক শাহরিন আক্তার সুমী।
বরবাদের প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশনের ফেসবুক পেজে এ বিষয়ে লেখা হয়েছে, ‘ইতোমধ্যে অনেকগুলো পাইরেসি ক্লিপস আমাদের নজরে এসেছে। যা আমাদের পাইরেসি সিকিউরিটি টিম রিমুভ করতে সচেষ্ট হয়েছে। আমরা অতি দ্রুত আইনি ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছি। পাইরেসির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে আমরা বদ্ধ পরিকর।’
এদিকে সিনেমাটির পাইরেসি নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমির। তাই পাইরেসি রোধের জন্য একটি কোম্পানিকে দায়িত্বও দিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত সেটি আর আটকানো যায়নি। এখন সিনেমার পুরো একটি কপি টেলিগ্রামে ঘুরছে। এদিকে এমন তথ্য জানার পরই রাজধানীর গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন প্রযোজক শাহরিন আক্তার সুমি। চলছে মামলার প্রস্তুতি। তবে কারা সিনেমাটির পাইরেসি করেছে সে বিষয়ে পরিষ্কার কিছু জানাননি প্রযোজক।
প্রযোজক অভিযোগ করেন, ‘একটা নির্দিষ্ট গ্রুপ আমাদের পেছনে লেগে আছে। এখানে শুধু আমার বিজনেস নয়, সমস্ত হল মালিকের বিজনেসের ব্যাপার। যারা এভাবে পাইরেসি করছেন, তারা খুবই খারাপ কাজ করছেন। এখন আইনি ব্যবস্থা নেওয়া ছাড়া আমাদের কিছু করার নেই। আমরা অলরেডি একটা জিডি করেছি। সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে মামলা করার প্রস্তুতি চলছে।
প্রসঙ্গত,মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। এছাড়াও অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, ইন্তেখাব দিনার, মামুনুর রশীদ প্রমুখ।