Top Newsজাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে মিয়ানমারের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

মোহনা অনলাইন

মিয়ানমার প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় প্রশাসন কাউন্সিলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং  প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

গতকাল (৪ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে সাক্ষাৎ করেন তিনি।

আজ (৫ এপ্রিল) দুপুরে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এক বার্তায় তা জানিয়েছেন।

বার্তায় বলা হয়, অধ্যাপক ইউনূস ২৮শে মার্চ ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় মিয়ানমারের জনগণের প্রতি সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেছেন। সাক্ষাৎকালে দুর্যোগের প্রতিক্রিয়ায় মায়ানমারে বাংলাদেশি উদ্ধারকারী দল মোতায়েনের পাশাপাশি বাংলাদেশের দেওয়া মানবিক সহায়তা নিয়ে আলোচনা করেছেন।

 

অধ্যাপক ইউনূস বলেন, আমরা আরও মানবিক সহায়তা প্রদানের জন্য প্রস্তুত। আমাদের জাহাজ প্রস্তুত।

মিয়ানমারের প্রধানমন্ত্রী বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের জন্য অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন বাংলাদেশ নেতার সঙ্গে আঞ্চলিক গোষ্ঠীটি একটি নতুন গতিশীলতার সাক্ষী হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
bn Bengali en English