
রাজধানীর শাহবাগে ফুলের দোকানে লাগা আগুনে গ্যাসের বেলুন বিস্ফোরণে তিন জন দগ্ধ হয়েছেন। আহত হয়েছেন দুইজন। দগ্ধরা হলেন-রিয়াজুল, শাওন ও ফয়েজ।
গতকাল (৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে তাদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি জানান, শাহবাগে একটি বেলুনের দোকানে গ্যাস বেলুন বিস্ফোরণে তিনজন দগ্ধ ও দুজন আহত হন। দগ্ধদের মধ্যে রিয়াজুলের শরীরের ১০ শতাংশ, শাওনের ১৬ শতাংশ ও ফয়েজের ১৪ শতাংশ পুড়ে গেছে। তাদের মধ্যে দুজনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
গতকাল রাত ৯টা ৫৩ মিনিটে শাহবাগে টিনশেড একটি ফুলের দোকানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে রাত ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঝুলন্ত বৈদ্যুতিক তার ও হাইড্রোজেন গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।