ক্যারিবিয়ান অঞ্চলের দেশ ডোমিনিকান রিপাবলিকে নাইটক্লাবের ছাদধসে নিহত বেড়ে ১৮৪ জনে দাঁড়িয়েছে। যার মধ্যে দুইজন প্রাক্তন মেজর লিগ বেসবল (এমএলবি) খেলোয়াড়ও রয়েছেন। দেশটির ইতিহাসে এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাগুলোর একটি বলে মনে করা হচ্ছে।
স্থানীয় সময় গত সোমবার (৭ এপ্রিল) রাত ১টার দিকে রাজধানীর বিখ্যাত জেট সেট নাইটক্লাবে এ দুর্ঘটনা ঘটে। ওই সময় জনপ্রিয় মেরেঙ্গে শিল্পী রুবি পেরেজ এবং তার অর্কেস্ট্রা পারফর্ম করছিলেন। গত মঙ্গলবার (৮ এপ্রিল) উদ্ধার কাজ চলাকালীন তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জরুরি বিভাগ।
জেট সেট নাইটক্লাবের ভেতরে তখন কমপক্ষে ৩০০ মানুষ ছিলেন। ছাদ ধসে পড়ার পর প্রাথমিকভাবে ১৪৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও, কতজন আহত হয়েছেন তা এখনও নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
নিহতদের মধ্যে রয়েছেন প্রাক্তন এমএলবি খেলোয়াড় অক্টাভিও ডোটেল ও টনি ব্লাঙ্কো। ডোটেলকে জীবিত উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ডোটেলের শিক্ষা প্রতিষ্ঠান “কলেজিও সাবিদুরিয়া ই বালুয়ার্তে” এক শোকবার্তায় জানিয়েছে, “তিনি আমাদের সকলের মনে অম্লান ছাপ রেখে গেছেন।”
নাইটক্লাবটির ছাদ কীভাবে ধসে পড়ল সেটি এখনো জানা যায়নি।
ড্রোন থেকে নেওয়া ফুটেজে দেখা গেছে, ক্লাবটির ছাদের মাঝের অংশ ধসে গর্ত তৈরি হয়েছে। সেখানেই মূলত সবাই ছিলেন।



