
বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে ব্যাট হাতে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির অভিষেক ওয়ানডে সেঞ্চুরিতে থাইল্যান্ডের বিপক্ষে ৩ উইকেট হারিয়ে ২৭১ রানের বড় পুঁজি গড়েছে বাংলাদেশ। ওয়ানডেতে টাইগ্রেসদের এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড।
আজ (বৃহস্পতিবার) লাহোর সিটি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান থাই অধিনায়ক নারুয়েমল চাওয়াই। শুরুতে ব্যাট করতে নেমে দলীয় ১৫ রানে উদ্বোধনী জুটি ভেঙেছিল টাইগ্রেসদের। ওয়ানডে অভিষেক ম্যাচ খেলতে নামা ইসমা তানজিম ১৩ বলে ৮ রান করে ফিরেছেন।
ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে এতে বড় অবদান রেখেছেন নিগার সুলতানা জ্যোতি। ৮০ বলে তিনি করেছেন ১০১ রান। সেঞ্চুরির কাছাকাছি গিয়েও মাইলফলক ছুঁতে পারেননি শারমিন আক্তার। তবে অপরাজিত ৯৪ রান করে দলকে বিশাল পুঁজি পেতে সাহায্য করেছেন তিনি।
ইনিংসের শেষ বলে ব্যক্তিগত ১০১ রানে জ্যোতি ফিরলেও শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন শারমিন। ১২৬ বলে ৯৪ রান এসেছে টাইগ্রেস এই ব্যাটারের ব্যাট থেকে। নির্ধারিত ওভারে ৩ উইকেটে ২৭১ রানের বড় পুঁজি পেয়েছে বাংলাদেশ।
প্রসঙ্গত, বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৩ এপ্রিল আয়ারল্যান্ডের মুখোমুখি হবে। ১৫ এপ্রিল পরের ম্যাচে প্রতিপক্ষ স্কটল্যান্ড। ১৭ ও ১৯ এপ্রিল বাংলাদেশের শেষ দুই প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক পাকিস্তান।