বিনোদন

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রীর ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ

মোহনা অনলাইন

ঢাকার চলচ্চিত্রের ‘মিষ্টি মেয়ে’খ্যাত নায়িকা একজনই। তিনি কবরী। গত ২০২১ সালের এই দিনের প্রথম প্রহরে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন ঢাকাই সিনেমার ‘মিষ্টি মেয়ে’ খ্যাত অভিনেত্রী। করেনায় আক্রান্ত অবস্থায় মৃত্যু হয় তার। আজ তার চতুর্থ মৃত্যুবার্ষিকী।

১৯৬৪ সালে সুতরাং সিনেমা দিয়ে রূপালি পর্দায় আগমন ঘটে কবরীর। তখন তার বয়স ছিল মাত্র ১৩ বছর। প্রকৃত নাম মিনা পাল। এই সুতরাং সিনেমা দিয়েই আসে তার পরিচিতি। এটি পরিচালনা করেন সুভাষ দত্ত।

জীবনের প্রথম সিনেমা দিয়েই দর্শকের হৃদয়ে জায়গা করে নেন কবরী। এরপর কেবলই এগিয়ে চলার পালা। বাংলা চলচ্চিত্রের ভিত্তি যারা গড়ে দিয়ে গেছেন, তাদের অন্যতম ধরা হয় তাকে।

তিতাস একটি নদীর নাম কবরীর ক্যারিয়ারের কালজয়ী একটি চলচ্চিত্র। সারেং বউ, সুজন সখী, দেবদাস, মাসুদ রানা, বধূ বিদায়, স্মৃতিটুকু থাক, ময়নামতি—এমন অনেক সাড়া জাগানো সিনেমার নায়িকা চরিত্রে অভিনয় করেছেন তিনি। রোমান্টিক সিনেমার নায়িকা হিসেবে কবরীর তুলনা তিনি নিজেই। পাশাপাশি সামাজিক ঘরানার চলচ্চিত্রেও তার অভিনয় ছিল অনবদ্য। তার অভিনীত সিনেমার গান মানুষের মুখে মুখে ফেরে এখনো।

শুধু চলচ্চিত্র নয়, কবরী একজন রাজনীতি সচেতন ব্যক্তি হিসেবেও পরিচিত। অভিনেত্রীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পাশাপাশি নারী অধিকার ও সমাজসেবামূলক বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button