চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইল বাজারে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। আজ (১৮ এপ্রিল) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের স্কুলপাড়ার মৃত মকসেদ মণ্ডলের ছেলে ভ্যানচালক আব্দুর রাজ্জাক (৬৫) ও মহাম্মদজমা গ্রামের মৃত. ইসমাইল খন্দকারের ছেলে গোলাম সরওয়ার (৭০)।
নিহত দুজনই ভ্যান গাড়ির আরোহী ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাল কেনার উদ্দেশ্য ভ্যানযোগে চুয়াডাঙ্গার সরোজগঞ্জের বাজারের যাচ্ছিলেন গোলাম সরওয়ার। এ সময় চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক সড়কে ওঠার সময় ঝিনাইদহগামী অজ্ঞাতনামা পরিবহনের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় চাকায় তলে পিষ্ট হয়ে দুজনই ঘটনাস্থলে নিহত হন।
ওসি খালেদুর রহমান বলেন, ‘খবর পেয়ে সিন্দুরিয়া পুলিশ ক্যাম্প ও চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়।’



