৬ দফা দাবি আদায় এবং কুমিল্লায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করেছে কারিগরি শিক্ষার্থীরা। আজ শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাজ শেষে রাজধানীর তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এই মিছিল শুরু হয়।
এর আগে গতকাল(১৭ এপ্রিল) রাতে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সন্ধ্যায় দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে মশাল মিছিলও করেন শিক্ষার্থীরা। তারা অভিযোগ করেন, শিক্ষা মন্ত্রণালয় নাটকীয় বৈঠকের মাধ্যমে প্রতারণা করেছে এবং তাদের ন্যায্য দাবিগুলো উপেক্ষা করেছে।
শিক্ষার্থীরা তাদের ৬ দফা দাবিতে বলেন:
- ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় বাতিল, পদবি পরিবর্তন এবং মামলার সঙ্গে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে।
- ২০২১ সালে বিতর্কিতভাবে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং নিয়োগবিধি সংশোধন করতে হবে।
- ডিপ্লোমা কোর্সে নির্দিষ্ট বয়সসীমা নির্ধারণ, চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম চালু এবং তা ইংরেজি মাধ্যমে পরিচালনার দাবি জানান।
- ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত পদে নিয়োগ না দেওয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
- কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করে সব পদে কারিগরি শিক্ষিত ব্যক্তিদের নিয়োগ নিশ্চিত করার দাবি তোলা হয়।
- পৃথক ‘কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়’ প্রতিষ্ঠা ও একটি উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় গঠনের দাবি জানানো হয়।
এছাড়া নির্মাণাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে (নড়াইল, নাটোর, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁও) পলিটেকনিক ও মনোটেকনিক পাস শিক্ষার্থীদের শতভাগ আসনে ভর্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
শিক্ষার্থীদের দাবি পূরণ না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।



