আন্তর্জাতিক

বিয়ের আসরে মেয়ের বদলে কনে হয়ে বসলেন মা

মোহনা অনলাইন

ভারতের উত্তর প্রদেশে এক বিয়ের আসরে ঘটেছে অবিশ্বাস্য এক কাণ্ড। বিয়ের আসরে সবকিছু ঠিকঠাকই চলছিল। বিয়ের সব প্রস্তুতি ছিল মেয়েকে ঘিরে, অথচ বিয়ের পর দেখা গেল কনে আসলে তার মা।

শনিবার পুলিশ জানিয়েছে, মীরাটের ব্রহ্মপুরী এলাকার বাসিন্দা ২১ বছর বয়সি মোহাম্মদ আজিম কনের বদলে মেয়ের মায়ের সঙ্গে প্রতরণা করে বিয়ে দেয়ার অভিযোগ করেছেন।
 
প্রতিবেদনে বলা হয়, মীরাটের শামলি এলাকার বাসিন্দা ২১ বছর বয়সি মানতাশার সঙ্গে আজিমের বিয়ে ঠিক হয়। গত ৩১ মার্চ বিয়ের দিন ধার্য ছিল।
সবই ঠিকমতো এগোচ্ছিল, কিন্তু অঘটন ঘটল যখন কাজি বিয়ের অনুষ্ঠানে কনের নাম বললেন। বিয়ে পড়ানোর সময় কনের নাম তাহিরা বলে উল্লেখ করেন কাজি। আজিম জানতেন কনের নাম মানতাশা। ওই সময় কিছু বলার সুযোগ না পাওয়ায় পরে কনের ঘোমটা তুলতেই আজিম দেখতে পান, মানতাশার সঙ্গে নয়, তার বিয়ে হয়েছে মানতাশার ৪৫ বছর বয়সি বিধবা মা তাহিরার সঙ্গে।
 
প্রতিবেদনে বলা হয়, ওই বিয়ে ঠিক করেছিলেন আজিমের ভাই নাদিম ও ভাবি সাইদা। আজিম এই প্রতারণার প্রতিবাদ করলে তার ভাই ও ভাবি মিথ্যা ধর্ষণের মামলায় ফাঁসানোর হুমকি দেন বলে পুলিশের কাছে অভিযোগ করেন তিনি।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button