গাজায় ইসরায়েলি বিমান হামলায় আরও ৩৯ জন নিহত, মৃতের সংখ্যা ছাড়াল ৫১ হাজার
মোহনা অনলাইন
অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে চলমান আগ্রাসনে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ২৪০ জনে। সোমবার (২২ এপ্রিল) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে—খবর মেহের নিউজের।
বিবৃতিতে আরও জানানো হয়, নতুন করে আহত হয়েছেন অন্তত ৬২ জন। ফলে গত কয়েক মাসের হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৯৩১ জনে।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, গাজায় ইসরায়েলি বাহিনীর এই গণহত্যামূলক আগ্রাসন থেমে নেই। প্রতিদিনই বেড়ে চলেছে হতাহতের সংখ্যা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনেক লাশ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। উদ্ধারকারীরা নিরাপত্তার অভাবে সেখানে পৌঁছাতে পারছেন না।
এদিকে, গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত হিসেবে বিবেচনা করা হচ্ছে। ফলে প্রকৃত মৃতের সংখ্যা ৬২ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।



