অবরুদ্ধ গাজায় চলমান বর্বর ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন অন্তত ১০৫ জন। এতে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৩০৫ জনে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, গত ১৮ মার্চ থেকে ইসরায়েল নতুন করে গাজায় হামলা শুরু করলে এ পর্যন্ত ১ হাজার ৯০০ জনের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়, ইসরায়েলি হামলায় আহত আরও ১০৫ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে করে চলমান সংঘাত শুরু হওয়ার পর থেকে মোট আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ১৭ হাজার ৯৬ জনে।
স্বাস্থ্যকর্মীরা জানান, বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছেন, কিন্তু উদ্ধারকারীরা নিরাপত্তা ও সরঞ্জামের ঘাটতির কারণে তাঁদের কাছে পৌঁছাতে পারছেন না।
প্রায় ১৫ মাসের সামরিক অভিযান শেষে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়। এরপর প্রায় দুই মাস অঞ্চলটিতে তুলনামূলক শান্তি বজায় থাকলেও, মার্চের তৃতীয় সপ্তাহে হামাসের সঙ্গে মতবিরোধের জেরে ইসরায়েল আবারও বিমান হামলা শুরু করে।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, ইসরায়েলের এই আক্রমণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুহারা হয়েছেন এবং ৬০ শতাংশ অবকাঠামো আংশিক বা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।
এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের কারণে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলার মুখোমুখি হয়েছে তেল আবিব সরকার।



