Top Newsজাতীয়

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

মোহনা অনলাইন

‘অপ্রত্যাশিত পরিস্থিতি’র কারণে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আসন্ন ঢাকা সফর স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আগামী ২৭-২৮ এপ্রিল নির্ধারিত সফরটি আপাতত সম্ভব হচ্ছে না। পারস্পরিক আলোচনার মাধ্যমে সফরের নতুন তারিখ পরে নির্ধারণ করা হবে।

বিশ্লেষকরা মনে করছেন, সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার জেরে ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে সফরটি স্থগিত হয়েছে। ওই হামলায় কমপক্ষে ২৬ জন ভারতীয় পর্যটক নিহত হন। ভারত দাবি করেছে, হামলাকারীরা পাকিস্তান থেকে এসেছে। পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করে ঘটনার নিন্দা জানিয়েছে।

হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি বড় পদক্ষেপ নেয়, যার মধ্যে রয়েছে- পাকিস্তানি নাগরিকদের ‘সার্ক ভিসা’ বন্ধ, ওয়াঘা-আটারি সীমান্ত বন্ধ ঘোষণা, হাইকমিশনের কর্মকর্তাদের প্রত্যাহার, পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল, ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ।

এর প্রতিক্রিয়ায় পাকিস্তানও পাল্টা ব্যবস্থা নেয়, যার মধ্যে রয়েছে- সিমলা চুক্তি সাময়িক স্থগিত, ভারতীয়দের সার্ক ভিসা বাতিল (শিখ তীর্থযাত্রা ছাড়া), ওয়াঘা সীমান্ত বন্ধ, ভারতীয় প্রতিরক্ষা উপদেষ্টাদের ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা, ভারতীয় দূতাবাসের কর্মী সংখ্যা কমানো, পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় এয়ারলাইনের নিষেধাজ্ঞা, দ্বিপাক্ষিক ও তৃতীয় দেশের মাধ্যমে ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত।

এমন উত্তেজনার প্রেক্ষাপটে দুই দেশের সীমান্তে অস্ত্রশস্ত্র মোতায়েন এবং ভারতের মিসাইল বিধ্বংসী পরীক্ষার খবরও প্রকাশ পেয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button