পাকিস্তানশাসিত কাশ্মিরের প্রধান নদী ঝিলামে হঠাৎ করে পানির প্রবাহ বেড়ে মাঝারি ধরনের বন্যা দেখা দিয়েছে। গতকাল (২৬ এপ্রিল) মুজাফ্ফরাবাদ প্রশাসন এক বিবৃতিতে জানায়, ভারত ঝিলামে স্বাভাবিকের চেয়ে বেশি পানি ছাড়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং মসজিদ থেকে মাইকিং করে সর্তক করা হচ্ছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম দুনিয়া নিউজের তথ্য অনুযায়ী, ভারত পাকিস্তানকে না জানিয়ে অতিরিক্ত পানি ছেড়েছে। প্রবল স্রোতের এ পানি ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের অনন্তনাগ থেকে পাকিস্তানের চাকোঠি দিয়ে প্রবেশ করছে।
এদিকে, সিন্ধু নদ পানি চুক্তি স্থগিত করে ভারত পাকিস্তানের পানি প্রবাহ বন্ধের হুমকি দিয়েছে। ভারতের জলশক্তিমন্ত্রী সিআর পাতিল জানান, পাকিস্তানে যাতে এক ফোঁটা পানিও না যায়, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর প্রতিক্রিয়ায় পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “সিন্ধু দিয়ে হবে পানির প্রবাহ, না হয় ভারতীয়দের রক্ত প্রবাহ।”
সম্প্রতি, জম্মু-কাশ্মিরে সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে পরোক্ষ জড়িত থাকার অভিযোগ তুলে ভারত এই পদক্ষেপ নেয়। বর্তমানে পানি প্রবাহ বন্ধে অবকাঠামো নির্মাণের কাজ চলছে বলেও জানানো হয়েছে।



