Top Newsআন্তর্জাতিক

কানাডায় ফিলিপিনো উৎসবে জনতার ওপর গাড়ি, বহু হতাহত

মোহনা অনলাইন

কানাডার ভ্যাঙ্কুভারে ফিলিপিনো উৎসবে জনতার ওপর গাড়ি তুলে দেওয়ার ঘটনায় হতাহতের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট এ তথ্য জানায়।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় রাত ৮টার দিকে ভ্যাঙ্কুভারের ফিলিপিনো উৎসবে অংশগ্রহণকারী জনসমাগমে একটি এসইউভি গাড়ি ঢুকে পড়ে। এতে একাধিক ব্যক্তি নিহত এবং বহু আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ভ্যাঙ্কুভার পুলিশ ডিপার্টমেন্ট (ভিপিডি) এক বিবৃতিতে জানায়, “সন্ধ্যা ৮টার পরপরই ৪১তম অ্যাভিনিউ ও ফ্রেজার স্ট্রিটের সংযোগস্থলে চলমান উৎসব অনুষ্ঠানে গাড়িটি জনতার মধ্যে ঢুকে পড়ে।”

পুলিশ জানিয়েছে, গাড়ির চালককে আটক করা হয়েছে, তবে কেন তিনি জনতার মধ্যে গাড়ি নিয়ে ঢুকেছিলেন, তা এখনও স্পষ্ট হয়নি।

এদিকে, এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে পুলিশ জানায়, গাড়িটি জনতার ভিড়ের মধ্যে উঠে যাওয়ার ফলে কয়েকজন নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। তদন্ত চলছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button