কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই বিপ্লব, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া এবং আগের সরকারের দুর্নীতিসহ নানা বিষয়ে বিস্তারিত কথা বলেছেন।গতকাল আল জাজিরায় সাক্ষাৎকারটি সম্প্রচারিত হয়।
সাক্ষাৎকারে আল জাজিরার সাংবাদিক নিয়েভ বার্কার শেখ হাসিনার বর্তমান অবস্থান ও ভূমিকা নিয়ে প্রশ্ন তুললে ড. ইউনূস জানান, বিমসটেক সম্মেলনের ফাঁকে তার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হয়েছিল। সেখানে তিনি মোদিকে অনুরোধ করেন শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে। তবে মোদি জানান, ভারতে সামাজিক যোগাযোগমাধ্যম সবার জন্য উন্মুক্ত, তাই তিনি তা নিয়ন্ত্রণ করতে পারবেন না।
ড. ইউনূস বলেন, “আমি মোদিকে বলেছিলাম, যদি শেখ হাসিনাকে রাখতে চান তাহলে রাখুন, তবে তার প্রকাশ্যে বক্তব্য দেওয়া উচিত নয়। কারণ, তার বক্তব্য বাংলাদেশের মানুষের মধ্যে উত্তেজনা তৈরি করে এবং আমাদের জন্য সমস্যার সৃষ্টি করে।”
সাংবাদিক নিয়েভ বার্কারের প্রশ্নের জবাবে ড. ইউনূস আরও বলেন, মোদি তাকে সাফ জানিয়ে দেন যে, ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ফলে শেখ হাসিনার বক্তব্য প্রকাশ ঠেকানো তাদের পক্ষে সম্ভব নয়।



