Top Newsজাতীয়

কমিশনের লক্ষ্য একটাই গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা: ড. আলী রীয়াজ

মোহনা অনলাইন

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, কমিশনের লক্ষ্য একটাই—জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

সোমবার সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশন ও গণ অধিকার পরিষদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ কথা বলেন।

আলী রীয়াজ বলেন, “মানুষের ঐক্যের মধ্য দিয়েই বাংলাদেশকে নতুন বাংলাদেশে নিয়ে যেতে হবে। এজন্য রাজপথে এবং সামাজিক-রাজনৈতিক চর্চায় আমাদের নিরলস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। ক্ষমতার সুষ্ঠু বিন্যাসের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে একটি জাতীয় সনদ প্রণয়ন করা জরুরি।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ বিশেষ করে তরুণরা নেতৃত্ব দিয়ে যে সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে, সেই সম্ভাবনাকে বাস্তবায়নের জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। আমরা একত্রিত আছি, থাকব এবং ঐক্যের তাগিদ বজায় রাখব।”

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ড. আলী রীয়াজ বলেন, “জাতীয় সনদ প্রণয়নের লক্ষ্যে রাজপথে ও নীতিগত চর্চায় সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button