কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। গতকাল(২৮ এপ্রিল) রাতে কুপওয়ারা, বারামুল্লা ও আখনূর সেক্টরের কাছে এই গোলাগুলি হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, টানা পাঁচরাত ধরে এলওসি বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তানি সেনারা। ভারতীয় সেনাবাহিনীর দাবি, তারা পাকিস্তানের উসকানির জবাব “সংযত ও কার্যকর”ভাবে দিয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।
গত বৃহস্পতিবার রাত থেকে এলওসি বরাবর একাধিকবার গুলিবর্ষণের ঘটনা ঘটছে। এই পরিস্থিতি এমন সময় তৈরি হয়েছে, যখন কয়েকদিন আগেই জম্মু ও কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। পুলওয়ামা হামলার পর এটিই কাশ্মিরে সবচেয়ে বড় হামলা।
সাম্প্রতিক এই হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন তীব্র হয়েছে। ভারত সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে, আর পাকিস্তান সিমলা চুক্তি স্থগিত করে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করেছে। পাশাপাশি, দুই দেশই ৪৮ ঘণ্টার মধ্যে একে অপরের নাগরিকদের ভিসা বাতিল করে নিজ নিজ দেশে ফিরে যেতে বলেছে।



