Top Newsজাতীয়

পুলিশ সপ্তাহ শুরু আজ

মোহনা অনলাইন

আজ (২৯ এপ্রিল) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৫। এবারের মূল প্রতিপাদ্য— ‘আমার পুলিশ, আমার দেশ; বৈষম্যহীন বাংলাদেশ’। সকাল সাড়ে ১০টায় রাজারবাগ পুলিশ লাইনস মাঠে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভাষণ দিয়ে আনুষ্ঠানিকভাবে সপ্তাহটির উদ্বোধন করবেন। এরপর তিনি কৃতী পুলিশ সদস্যদের পদক পরিয়ে দেবেন।

পুলিশ সপ্তাহ উপলক্ষে বাহিনীর মধ্যে নানা প্রস্তুতি শুরু হয়েছে। জানা গেছে, বিভিন্ন ইউনিট তাদের চ্যালেঞ্জ ও সাফল্য তুলে ধরবে পৃথক প্রেজেন্টেশনের মাধ্যমে। জনবান্ধব পুলিশ গঠনে লজিস্টিক সাপোর্ট বাড়ানো, গবেষণা জোরদারসহ নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

অনুষ্ঠানসূচি:

৩০ এপ্রিল: সকাল ৯:১৫ মিনিটে এসবির প্রেজেন্টেশন, সকাল ৯:৩০ মিনিটে সিআইডির প্রেজেন্টেশন, সকাল ১০টায় র‍্যাবের প্রেজেন্টেশন, এরপর বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবদের সঙ্গে বৈঠক, ট্যুরিস্ট পুলিশ, পিবিআই ও এটিইউর প্রেজেন্টেশন।

১ মে: আইজিপির ব্যাজ প্রদান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্মেলন এবং নাগরিকদের সঙ্গে মতবিনিময়। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ও পুলিশ অফিসার্স মেসের বার্ষিক সাধারণ সভা। অবসরপ্রাপ্ত ও কর্মরত পুলিশ কর্মকর্তাদের পুনর্মিলনী এবং নৈশভোজ।

২ মে: বার্ষিক পুনাক সমাবেশ ও আনন্দ মেলা। পুলিশ নারী কল্যাণ সমিতির স্টলের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।

পুলিশের ছয় দফা দাবি:

১. স্বাধীন পুলিশ কমিশন গঠন, জনসাধারণের জন্য কমপ্লেইন সেল ও পুলিশের জন্য অভিযোগ নিষ্পত্তি কমিটি গঠন।
২. এক মাসের মূল বেতনের সমপরিমাণ ক্ষতিপূরণ ভাতা প্রদান।
৩. স্বতন্ত্র সাইবার ইউনিট গঠন।
৪. বিভাগীয় হাসপাতালে জনবল বৃদ্ধি ও আধুনিক চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহ, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা।
৫. একই পদে দীর্ঘদিন চাকরির পর সুপারনিউমারারি পদোন্নতি (কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত)।
৬. মরদেহ দাফন/সৎকারের সুবিধার্থে পুলিশের জন্য আর্থিক বরাদ্দ।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এবারের পুলিশ সপ্তাহে এসব দাবিসহ সার্বিক উন্নয়নের রূপরেখা উপস্থাপন করা হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button