Top Newsজাতীয়

ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধায় গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ

মোহনা অনলাইন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের শ্রমিক-মালিক ঐক্যের ওপর জোর দিয়ে বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার মাধ্যমে একটি নতুন, টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৫ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

বাণীতে ড. ইউনূস বলেন, “১৮৮৬ সালের ১ মে শিকাগোর হে মার্কেটের শ্রমিক আন্দোলন শ্রমের মর্যাদা আদায়ের বিশ্ব ইতিহাসে একটি গৌরবময় অধ্যায়। এই দিনে শ্রমিকদের আত্মত্যাগ আমাদের অধিকার আদায়ের সংগ্রামে প্রেরণা জোগায়।”

তিনি আরও বলেন, শ্রমিক-মালিক সুসম্পর্ক দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবারের মে দিবসের প্রতিপাদ্য— শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে”— দেশের টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

ড. ইউনূস জানান, পোশাক, কৃষি, শিল্প, নির্মাণ, পরিবহণ ও প্রযুক্তি— প্রতিটি খাতের পেছনে শ্রমিক ও মালিকের সম্মিলিত প্রচেষ্টাই দেশের অগ্রগতির চালিকাশক্তি।

তিনি বলেন, “জুলাই-আগস্টের ছাত্র-শ্রমিক-জনতার গণ-আন্দোলনের যে চেতনা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিল, সেই ঐক্যের ধারা অব্যাহত রাখতে হবে।”

জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস প্রসঙ্গে ড. ইউনূস বলেন, “শ্রমিকের নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত করা কেবল তাদের অধিকার নয়, বরং শিল্প ও অর্থনীতির উন্নয়নের পূর্বশর্ত। আমরা শ্রমিকদের ন্যায্য স্বীকৃতি ও সামাজিক সুরক্ষা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

শেষে তিনি বলেন, “শ্রমিক ও মালিকের অংশীদারিত্ব বাংলাদেশের উন্নয়নকে আরও গতিশীল করবে— আমি এতে বিশ্বাস রাখি।”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button