ঢাকা মহানগরী থেকে ২০ বছরের বেশি পুরোনো বাস ও মিনিবাস এবং ২৫ বছরের বেশি পুরোনো ট্রাক ও কাভার্ডভ্যান অপসারণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
গতকাল (৩০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বায়ুদূষণ নিয়ন্ত্রণে রাখতে সরকার ঢাকা মহানগরী থেকে পুরোনো মোটরযান অপসারণের পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে আগামী মে মাস থেকে পুরোনো বাস, মিনিবাস, ট্রাক ও কাভার্ডভ্যান অপসারণ কার্যক্রম শুরু হবে।
এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে বিআরটিএ।



