Top Newsবরিশালসংবাদ সারাদেশ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ‘মৃত’ ঘোষণা করে কফিন মিছিল শিক্ষার্থীদের

মোহনা অনলাইন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ‘নীরবতা’ ও ‘দমনমূলক আচরণের’ প্রতিবাদে প্রশাসনকে প্রতীকীভাবে ‘মৃত’ ঘোষণা করে কফিন মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। গতকাল (৩০ এপ্রিল) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে মিছিল শুরু করে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে অবস্থান নেন তারা।

মিছিলে শিক্ষার্থীরা প্রতীকী কফিন বহন করেন এবং প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তারা অভিযোগ করেন, যৌক্তিক চারদফা দাবি নিয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো আলোচনা বা সংলাপে না গিয়ে বরং আন্দোলন দমন করতে ২২ জন শিক্ষার্থীর নামে সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

আন্দোলনকারী শিক্ষার্থী রাকিন খান বলেন, “আমরা গতকাল ঘণ্টার পর ঘণ্টা মহাসড়কে অবস্থান করেও প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিনিধিকে পাইনি। আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি, যা অত্যন্ত হতাশাজনক।”

অন্য এক আন্দোলনকারী শিক্ষার্থী, নাজমুল ঢালি বলেন, “আমরা চারদফা যৌক্তিক দাবি প্রশাসনকে জানিয়েছি, কিন্তু তারা কোনো পদক্ষেপ না নিয়ে উল্টো আমাদের বিরুদ্ধে ভিত্তিহীন জিডি করেছে। এটা উপাচার্যের সৈরাচারী মনোভাবের পরিচয়। প্রশাসনের এই নিস্ক্রিয়তার প্রতিবাদেই আজকের এই প্রতীকী কফিন মিছিল।”

শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button