কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর টানা সাত রাত ধরে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সর্বশেষ গতকাল (৩০ এপ্রিল) রাতেও উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির দাবি, পাকিস্তান সেনাবাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে জম্মু-কাশ্মিরের কুপওয়ারা, উরি ও আখনূর সেক্টরে “বিনা উসকানিতে” গুলিবর্ষণ করে। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও, তবে পরিমিতভাবে।
পাকিস্তানের পক্ষ থেকে এই গোলাগুলির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য বা প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।
গত ২২ এপ্রিল কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। এনডিটিভি বলছে, পরিস্থিতি আরও ঘোলাটে হয় যখন বুধবার রাতে পাকিস্তান সেনাবাহিনী আন্তর্জাতিক সীমান্তেও গুলিবর্ষণ শুরু করে।
উল্লেখ্য, ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর এটি কাশ্মিরে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচিত হচ্ছে।
এই ঘটনার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক দ্রুত অবনতির দিকে যায়। ভারত সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করে, আর জবাবে পাকিস্তান সিমলা চুক্তি স্থগিত এবং ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয়।
এছাড়া, দুই দেশই পরস্পরের নাগরিকদের ভিসা বাতিল করে ৪৮ ঘণ্টার মধ্যে নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয়, ফলে ভারত ও পাকিস্তানের নাগরিকরা নিজ নিজ দেশে ফিরে যেতে শুরু করেছেন।



