
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মঞ্জু ডাইং অ্যান্ড টেক্সটাইল কারখানায় গ্যাস বিস্ফোরণের ঘটনায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। এতে তিনজন শ্রমিক দগ্ধ হয়েছেন।
আজ (১ মে) সকাল সাড়ে ৯টার দিকে রূপসী কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয় এবং একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো তাদের পরিচয় জানা যায়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্যাহ আল আরেফিন জানান, বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এলাকাবাসীর সহায়তায় প্রায় আধা ঘণ্টার চেষ্টায় গ্যাসের ভাল্ব বন্ধ করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লাইনে বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
ক্ষয়ক্ষতির পরিমাণ মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে পরে জানানো হবে বলেও জানান এই কর্মকর্তা।