টেকসই বাংলাদেশ গড়তে হলে শ্রমিক ও মালিকদের মধ্যে সুসম্পর্ক স্থাপন জরুরি—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে রাজধানীর পুরানা পল্টনে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, “বাংলাদেশের প্রায় ৭০ শতাংশ মানুষ শ্রমজীবী। তাদের অধিকার নিশ্চিত না করে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। টেকসই উন্নয়নের জন্য শ্রমিক-মালিকের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে।”
তিনি আরও বলেন, “ইসলামী শাসন ব্যবস্থাই শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের পথকে সুগম করতে পারে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হবে।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতারা, যাঁরা শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন।



