Top Newsসংবাদ সারাদেশ

চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

মোহনা অনলাইন

চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডের ভেতরে পাহাড় ধসে মাটি চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।পাখির বাসা খুঁজতে গিয়ে তারা এ দুর্ঘটনার শিকার হয়েছে বলে জানা যায়।

আজ সকাল সাড়ে ১০টার দিকে বৈরাগ ইউনিয়নের ৮ নম্বর পানির ট্যাংকের কাছে কোরিয়ান ইপিজেডের সি ব্লকের একটি পাহাড়ের গোড়ায় এ ঘটনা ঘটে।

শিশু দুটির নাম নোহান (১১) ও মেজবাহ (১২)। এ ঘটনায় আহত আরও কয়েকজন শিশুকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।তারা সবাই বৈরাগ ইউনিয়নে থাকত।

কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ শরীফ বলেন, “স্থানীয় কিছু শিশু-কিশোর ওই এলাকায় পাখির বাসা খুঁজতে গিয়েছিল বলে শুনেছি। সে সময় কোনো একটি পাহাড়ের অংশ ভেঙে পড়ে তারা মাটি চাপা পড়ে। এর মধ্যে দুইজন ঘটনাস্থলেই মারা যায়।”

কীভাবে এটা ঘটল, তা খতিয়ে দেখার কথা বলেছেন এই পুলিশ কর্মকর্তা।

কোরিয়ান ইপিজেডের জিএম মুশফিকুর রহমান বলেন, “সি ব্লকের কাছে দুর্ঘটনা ঘটেছে। শিশুরা সেখানে পাখি ধরতে গিয়েছিল বলে শুনেছি।”

সেখানে কোনো পাহাড় কাটা হচ্ছিল না দাবি করে তিনি বলেন, “তবে জঙ্গল এলাকা হওয়ায় শিয়াল কুকুরেরা সেখানে গর্ত করে ফেলায় মাটি আলগা হয়ে থাকতে পারে। সেরকম একটি গুহা মতন জায়গায় শিশুরা গিয়ে পাখি খুঁজছিল।”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button