ইসরায়েল অধিকৃত জেরুজালেমের আশপাশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় দেশটিতে ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।
আজ (১ মে) একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম—দ্য ইন্ডিপেন্ডেন্ট, আল-মনিটর এবং জেরুজালেম পোস্ট জানায়, দাবানলের ফলে শত শত বেসামরিক মানুষের জীবন এখন হুমকির মুখে। ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) উদ্ধার সংস্থা জানিয়েছে, গত কয়েক বছরের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ দাবানল।
এমডিএর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২২ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে, যাদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আক্রান্তদের বেশিরভাগই ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে ভুগছেন। সতর্কতা সতরের উন্নীত করা হয়েছে সর্বোচ্চ পর্যায়ে।
পরিস্থিতি সামাল দিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেন, “আমরা একটি জাতীয় জরুরি অবস্থার মুখোমুখি এবং জীবন রক্ষায় আমাদের সকল বাহিনীকে একত্রিত করতে হবে।”
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, তীব্র তাপপ্রবাহ ও ঝোড়ো বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে, ফলে নিয়ন্ত্রণ করাও কঠিন হয়ে পড়েছে।
নেভে শালোম, বেকোয়া, তাওজ এবং নাচশোন এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। মেসিলাত জিওন থেকেও সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
দাবানলের প্রভাবে বন্ধ করে দেওয়া হয়েছে জেরুজালেম-তেল আবিব সংযোগকারী প্রধান মহাসড়ক রুট ১। এছাড়া আশেপাশের রুট ৩, ৬৫, ৭০ এবং ৮৫ নম্বর মহাসড়কও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। জেরুজালেম-তেল আবিব রেলপথের সব ট্রেন চলাচল বাতিল করা হয়েছে।
বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৬৩টি অগ্নিনির্বাপক ইউনিট এবং ১১টি বিমান।



