কাশ্মির সীমান্তে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ মে) রাতের এ সংঘর্ষে এখনো পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, এটি টানা অষ্টম রাতের গোলাগুলি।
প্রতিবেদনে দাবি করা হয়, বিনা উসকানিতে পাকিস্তান সেনাবাহিনী কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, নওশেরা ও আখনুর সেক্টরে ভারতীয় পোস্ট লক্ষ্য করে ছোট অস্ত্র থেকে গুলি ছোড়ে। ভারতীয় সেনারাও পাল্টা জবাব দেয়। যদিও পাকিস্তান সেনাবাহিনী বা দেশটির সংবাদমাধ্যমে এ বিষয়ে এখনো কোনও আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।
এই গোলাগুলির ঘটনা এমন সময়ে ঘটছে, যখন ২২ এপ্রিল পেহেলগামে এক হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ভারত এ হামলার জন্য সীমান্তপারের সন্ত্রাসীদের দায়ী করে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নেয়—যেমন সিন্ধু পানি চুক্তি স্থগিত, আতারি সীমান্ত ক্রসিং বন্ধ এবং কূটনৈতিক সম্পর্ক হ্রাস।
ভারতের এসব পদক্ষেপের পাল্টা জবাবে পাকিস্তান ভারতীয় উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করে, দ্বিপাক্ষিক ও তৃতীয় পক্ষের মাধ্যমে বাণিজ্য বন্ধ করে দেয়। পাশাপাশি, পাকিস্তান ভারতের পানি চুক্তি স্থগিতের ঘোষণাকে প্রত্যাখ্যান করে এবং সতর্ক করে যে, পানি বন্ধ করা হলে সেটি “যুদ্ধ ঘোষণার” শামিল হবে।



