Top Newsআন্তর্জাতিক

নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে ওয়াল্টজকে সরিয়ে দিলেন ট্রাম্প

মোহনা অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজকে বরখাস্ত করেছেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, যিনি অন্তর্বর্তীকালীনভাবে এই দায়িত্ব পালন করবেন।

শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ওয়াল্টজকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হবে। তিনি “জাতির স্বার্থে কঠোর পরিশ্রম করেছেন”, বলেও মন্তব্য করেন ট্রাম্প।

রয়টার্স আরও জানায়, হোয়াইট হাউসে ওয়াল্টজের বিরুদ্ধে সমালোচনা দীর্ঘদিন ধরে চলছিল। বিশেষ করে গত মার্চে জাতীয় নিরাপত্তা সহযোগীদের মধ্যে সিগন্যাল চ্যাট কেলেঙ্কারিতে জড়ানোর পর তার অবস্থান আরও নড়বড়ে হয়ে পড়ে।

ফ্লোরিডার সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান এবং অবসরপ্রাপ্ত গ্রিন বেরেট ওয়াল্টজ ছিলেন ট্রাম্প প্রশাসনের চতুর্থ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। তার আগের উপদেষ্টারা ছিলেন মাইকেল ফ্লিন, এইচ আর ম্যাকমাস্টার, জন বোল্টন এবং রবার্ট ও’ব্রায়েন।

রয়টার্স জানায়, রুবিও হচ্ছেন ১৯৭০-এর দশকে হেনরি কিসিঞ্জারের পর প্রথম ব্যক্তি যিনি একযোগে পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করবেন।

এক সূত্র জানায়, ট্রাম্প চেয়েছিলেন ওয়াল্টজকে বরখাস্ত করার আগে তার মেয়াদের ১০০ দিন পূর্ণ হোক। তবে বৃহস্পতিবারের রদবদল এতটাই আকস্মিক ছিল যে, স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস সাংবাদিকদের কাছ থেকেই এই খবরটি জানতে পারেন।

এদিকে ওয়াল্টজের ডেপুটি, এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ অ্যালেক্স ওংকেও তার পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে রয়টার্স।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button