লন্ডনে দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সব কিছু ঠিক থাকলে আগামী ৪ মে লন্ডন থেকে তার দেশে ফেরার উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে এবং ৫ মে তিনি বাংলাদেশে পৌঁছবেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে নির্দিষ্ট ফ্লাইটের সময়সূচি এখনো জানানো হয়নি।
চেয়ারপারসনের দেশে ফেরার বিষয়ে জানতে যোগাযোগ করা হলে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, “৪ অথবা ৫ মে তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।” তিনি আরও জানান, বেগম জিয়ার সঙ্গে ফিরছেন তার দুই পুত্রবধূ—ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। তবে কাতার এয়ারওয়েজের বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে নাকি বাংলাদেশ বিমানের ফ্লাইটে তিনি ফিরবেন, তা এখনো নিশ্চিত হয়নি। ডা. জাহিদ হোসেন জানান, “যে ফ্লাইটটি আগে পাওয়া যাবে, সেটিতেই ফ্লাই করা হবে।”
উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি বেগম খালেদা জিয়া লন্ডনে যান। লন্ডনের ‘দ্য লন্ডন ক্লিনিক’-এ প্রফেসর প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে ১৮ দিন তিনি চিকিৎসা নেন। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় স্থানান্তর করা হয়। সেখানেও চিকিৎসা চলতে থাকে তাদের তত্ত্বাবধানে।
চিকিৎসকদের অনুমতি নিয়েই দেশে ফিরছেন তিনি। যদিও এখনো পুরোপুরি সুস্থ নন, তবে উন্নত চিকিৎসা এবং পরিবারের সদস্যদের সান্নিধ্যে থেকে আগের তুলনায় অনেকটাই সুস্থ বোধ করছেন সাবেক এই প্রধানমন্ত্রী।



