
সিরিয়ার রাজধানী দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদের নিকটবর্তী এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। ফরাসি সংবাদমাধ্যম ‘ফ্রান্স ২৪’ জানিয়েছে, সিরিয়ার দ্রুজ সংখ্যালঘুদের সুরক্ষায় ব্যর্থতার অভিযোগ তুলে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী সম্প্রতি হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন। এর পরপরই এ হামলা চালায় ইসরাইলি বাহিনী।
প্রতিবেদনে বলা হয়, দ্রুজ একটি ক্ষুদ্র ধর্মীয় গোষ্ঠী, যারা মূলত ইসলাম ধর্মের একটি শাখা হিসেবে বিবেচিত। এ সম্প্রদায়ের মানুষ কেবল সিরিয়াই নয়, লেবানন ও ইসরাইলেও বসবাস করে।
সিরিয়ায় সম্প্রতি সাম্প্রদায়িক সহিংসতায় অন্তত ১০২ জন নিহত হয়েছেন। এ ঘটনাকে ‘গণহত্যা’ বলে আখ্যা দিয়েছেন দ্রুজ সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা শেখ হিকমত আল-হিজরি। বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে তিনি সিরিয়ায় শান্তি রক্ষায় এবং এ ধরনের অপরাধ বন্ধে আন্তর্জাতিক সমাজকে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানান।
সাম্প্রতিক এই সহিংসতা দেশটির বিদ্রোহী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর মাসে তারা স্বৈরশাসক বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে দেশের নিয়ন্ত্রণ গ্রহণ করে। বাশার পালিয়ে যাওয়ার পর থেকেই ইসরাইল সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনায় একের পর এক হামলা চালিয়ে আসছে।
সিরিয়ার সেনাবাহিনীর বরাত দিয়ে জানানো হয়েছে, সর্বশেষ হামলায় দামেস্কে প্রেসিডেন্টের বাসভবনের আশপাশের এলাকায় লক্ষ্য করে বোমাবর্ষণ করা হয়েছে।



