বিনোদন

১৬ মে মুক্তি পাবে ‘জয়া আর শারমিন’

মোহনা অনলাইন

কোভিড-১৯ মহামারির ভয়াল প্রেক্ষাপটে জন্ম নেওয়া চলচ্চিত্র ‘জয়া আর শারমিন’ অবশেষে বড় পর্দায় আসছে। দীর্ঘ অপেক্ষার পর আগামী ১৬ মে এটি মুক্তি পাবে দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে। মুক্তির আগে, ১ মে মহান মে দিবসে প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার—১ মিনিট ১৯ সেকেন্ডের এই ভিডিও অনলাইনে উন্মোচন করে প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাপেলবক্স।

ট্রেলারে ধরা দেয় দুই নারীর গল্প—একই ঘরে আটকে পড়া দুই ভিন্ন জগতের মানুষ। জয়া, একজন জনপ্রিয় অভিনেত্রী, এবং শারমিন, তার গৃহকর্মী। লকডাউনের সময় তারা একসাথে আটকে পড়েন একটি বাড়িতে, যেখানে বাইরের জগৎ ভয় আর অনিশ্চয়তায় নিমজ্জিত। এই একঘরে সময়েই ধীরে ধীরে গড়ে ওঠে সম্পর্ক, তৈরি হয় নির্ভরতা—আবার ঢুকে পড়ে নিঃসঙ্গতা, ভয় এবং বিচ্ছিন্নতার শীতল ছায়া।

ট্রেলারে দেখা যায়, তাদের হাসির মুহূর্ত, লুডু খেলা কিংবা বিষাদের ছায়া—সবই ধরা পড়ে সংবেদনশীল ভঙ্গিতে। নির্মাতা পিপলু আর খান বলেন, “এই সিনেমায় আমরা দেখতে পাই—একাকীত্ব কিভাবে বিপরীত মেরুর দুজন মানুষের সম্পর্ককে বদলে দেয় এবং ভরসা, নির্ভরতা ও টিকে থাকার প্রশ্ন সামনে আনে।”

মানবিক গল্প বলার জন্য পরিচিত পিপলু আর খান পরিচালিত এই চলচ্চিত্রের শুটিং হয়েছিল ২০২০ সালের লকডাউনে, মাত্র ১৫ দিনে। এতে জয়া আহসান ও মহসিনা আক্তার প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। বিশেষ উপস্থিতি রয়েছে তানজিম সাইয়ারা তটিনীর।

ছবিটি প্রযোজনা করেছেন পরিচালক নিজে ও জয়া আহসান। চিত্রনাট্য লিখেছেন পিপলু আর খান ও নুসরাত ইসলাম মাটি।

উল্লেখ্য, পিপলু আর খানের আলোচিত কাজের মধ্যে রয়েছে ‘হাসিনা: আ ডটার’স টেল’, যা ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button