ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন শাখায় ঘুষ ও দুর্নীতির অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছেন আদালত। আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২৯ এপ্রিল দৈনিক যুগান্তরে প্রকাশিত “পুলিশ কর্মকর্তার নেতৃত্বে ঘুষের গোপন মিশন” শিরোনামে একটি প্রতিবেদনের প্রেক্ষিতে ৩০ এপ্রিল ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।
আদেশে বলা হয়, জি.আর শাখার নথি আটকে বিচারপ্রার্থীদের কাছ থেকে গোপনে টাকা আদায়, হাজতখানায় বন্দীদের সঙ্গে সাক্ষাৎ ও খাবারের সুযোগ দিতে ঘুষ নেওয়া, এবং বদলি ও পদায়নে ঘুষ লেনদেনের মতো গুরুতর অভিযোগ উঠেছে। এসব অভিযোগ গুরুত্বসহকারে খতিয়ে দেখে প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে।
তদন্ত কমিটিতে রয়েছেন—ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ মো. হুমায়ুন কবির, মেট্রোরেল ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এবং সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) রাশেদ হোসেন পরাগ।
কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।



