জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং বাংলাদেশ সরকারের মধ্যে খাদ্য নিরাপত্তা ও ক্ষুধা দূরীকরণে সহযোগিতা বাড়াতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ মে) ঢাকায় খাদ্য মন্ত্রণালয়ে আয়োজিত এ বৈঠকে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সঙ্গে সাক্ষাৎ করেন এফএও-এর বাংলাদেশের প্রতিনিধি ড. জিয়াওকুন শি। তিনি একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
বৈঠকে বাংলাদেশের খাদ্য ব্যবস্থার টেকসই উন্নয়ন, নিরাপদ খাদ্য সরবরাহ এবং ক্ষুধা নির্মূলের উদ্যোগ নিয়ে আলোচনা হয়। এ সময় খাদ্য সচিব মো. মাসুদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



