Top Newsজাতীয়

কর্ণফুলীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

মোহনা অনলাইন

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগরে অবস্থিত ‘গোল্ডেন সন লিমিটেড’ কারখানায় বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে রোববার (৪ মে) সকাল ৬টা থেকে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

ইলেকট্রনিক পণ্য, ফ্যান ও খেলনা উৎপাদনকারী এ কারখানার শ্রমিকদের অভিযোগ, কর্তৃপক্ষ গত মার্চ ও এপ্রিল মাসের বেতন দেয়নি। কেউ কেউ আরও কয়েক মাস ধরে বেতন পাননি। শ্রমিক মোহাম্মদ ইসমাঈল বলেন, “সারা মাস কাজ করেও পরিবারের মুখে খাবার তুলে দিতে পারছি না। বেতন বৃদ্ধির দাবি তুললে চাকরিচ্যুতির হুমকি দেওয়া হয়।”

অন্য এক শ্রমিক নজরুল ইসলাম জানান, “প্রতিমাসেই বেতন নিয়ে টানাটানি করতে হয়। মাসের শুরুতে বেতন চাইলে বলে—সময় হলে পাবে, না হলে চাকরি ছেড়ে দাও।”

কারখানার স্টোর সেকশনের এক শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “প্রতিদিন বাধ্যতামূলক ওভারটাইম করানো হচ্ছে, অথচ বেতন সময়মতো দেওয়া হচ্ছে না।”

শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে, পূর্বের সব বকেয়া বেতন পরিশোধ, ন্যায্য হারে বেতন বৃদ্ধি, প্রতি মাসের ১-১০ তারিখের মধ্যে বেতন প্রদান, চাকরি থেকে অব্যাহতি দিলে প্রাপ্য সুবিধা সরকারি নিয়মে সময়মতো পরিশোধ করা।

বিক্ষোভের কারণে এলাকায় যানজট সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে কারখানার গেটে অবস্থানের ব্যবস্থা করে।

এ বিষয়ে জানতে কারখানার মানবসম্পদ কর্মকর্তা মোহাম্মদ নোমান ও সিইও আমিনুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ শরীফ বলেন, “মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেওয়ায় পরিস্থিতি এখন স্বাভাবিক।”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button