
‘বরবাদ’ সিনেমার সেরা সংলাপ ‘এই জিল্লু মাল দে’ এখন দর্শকের মুখে মুখে। এই সংলাপে প্রাণ দিয়েছেন ওপার বাংলার অভিনেতা শ্যাম ভট্টাচার্য, যিনি ‘জিল্লু’ চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন। বাংলাদেশের দর্শকদের ভালোবাসায় আপ্লুত হয়ে তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। থাকবেন দুই-তিন দিন।
ঢাকায় এসে বিভিন্ন সিনেমা হলে গিয়ে নিজ অভিনীত ‘বরবাদ’ সিনেমা দেখেছেন শ্যাম। দর্শকের সাড়া এবং সাংবাদিকদের আগ্রহে অভিভূত তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পারিশ্রমিক প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়েন এই অভিনেতা। উত্তরে বলেন, ‘এটা বলা যাবে না, তবে খুব বেশি একটা না। প্রজেক্টটা বড়—আমি জানতাম না। তবে আমি অসন্তুষ্টও নই। আমি শাকিব স্যারের সঙ্গে কাজ করতে চেয়েছিলাম। আমাকে যা অফার করা হয়েছিল, তা নিয়েই কাজ করেছি।’
অভিনয়ে নবাগত হলেও আত্মবিশ্বাসী শ্যাম বলেন, ‘আমি সবে শুরু করেছি। ধীরে ধীরে পারিশ্রমিক বাড়ে। ছবি মানে একটা চান্সও দেওয়া। এবার বলতে পারি, দর্শকদের কাজ আমার ভালো লেগেছে। মানুষের ভালোবাসা পেয়েছি। প্রযোজককে ভরসা দেওয়াটা এরকমভাবেই অর্জন করতে হয়।’
বাংলাদেশের সিনেমায় আবারও কাজ করার আগ্রহ আছে বলেও জানান তিনি। পরবর্তীবার অবশ্যই পারিশ্রমিক বাড়াবেন বলেও বলেন শ্যাম ভট্টাচার্য— ‘১০০ বার চেষ্টা থাকবে বাড়ানোর, নিশ্চয়ই বাড়াব।’
উল্লেখ্য, মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। আরও রয়েছেন ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগরসহ অনেকে।