Top Newsজাতীয়

বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা পুনরায় চালু করল আমিরাত

মোহনা অনলাইন

দীর্ঘদিন পর বাংলাদেশের নাগরিকদের জন্য সীমিত পরিসরে ভিজিট ভিসা ইস্যু শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ঢাকায় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলি আল হুমুদি’র সঙ্গে সাক্ষাৎ শেষে এ তথ্য জানানো হয়।

সাক্ষাতে রাষ্ট্রদূত হুমুদি ভিসা সুবিধা ও বিনিয়োগ সহযোগিতার বিষয়ে বিশেষ দূতের সাম্প্রতিক কার্যকর ভূমিকার প্রশংসা করেন। তিনি জানান, বর্তমানে ঢাকাস্থ আমিরাত দূতাবাস প্রতিদিন ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা ইস্যু করছে।

বিশেষত ব্যবসায়ী প্রতিনিধিদের জন্য একসাথে একাধিক ভিসা ইস্যুর প্রক্রিয়া সহজ ও দ্রুততর করা হয়েছে, যা ব্যক্তি পর্যায়ের যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে সহায়ক হচ্ছে। একইসঙ্গে, ইউএই মানবসম্পদ মন্ত্রণালয় পুনরায় অনলাইনে দক্ষ কর্মীদের জন্য কর্মসংস্থান ভিসা প্রদানের পোর্টাল চালু করেছে।

ইতোমধ্যে মার্কেটিং ম্যানেজার, হোটেল স্টাফসহ বিভিন্ন পেশাজীবীদের ভিসা প্রদান শুরু হয়েছে। এ পর্যন্ত ৫০০ নিরাপত্তা কর্মীর ভিসা ইস্যু হয়েছে এবং আরও ১,০০০ ভিসা অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

রাষ্ট্রদূত হুমুদি জানান, মানবিক ও বিশেষ বিবেচনায় বাংলাদেশ সরকারের সুপারিশকৃত মামলাগুলোতেও নমনীয়তা বজায় রাখা হবে। বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এ অগ্রগতিকে স্বাগত জানিয়ে রাষ্ট্রদূতের উন্মুক্ত মনোভাব ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

তিনি আরও জানান, বাংলাদেশ ও ইউএই-এর মধ্যে একটি বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) নিয়ে আলোচনা শুরু হয়েছে, যার টার্মস অব রেফারেন্স ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। চলতি মাসেই একটি উচ্চ পর্যায়ের ইউএই মন্ত্রিসভা প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে, যা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button