Top Newsআন্তর্জাতিক

আজ ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক

মোহনা অনলাইন

ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা বাড়িয়ে তুলেছে। এমন পরিস্থিতিতে রুদ্ধদ্বার বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

সোমবার (৫ মে) এই বৈঠক অনুষ্ঠিত হবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২২ এপ্রিল ভারতের নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার পরবর্তী পরিস্থিতি এবং ভারতের ‘সিন্ধু পানি চুক্তি’ স্থগিতের সিদ্ধান্ত এই বৈঠকে আলোচনার মূল বিষয় হবে।

পাকিস্তানের অনুরোধে জাতিসংঘ এই বৈঠক আহ্বান করেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা বৈঠকে ভারতের একতরফা পদক্ষেপ ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরবে। পাকিস্তান এই উদ্যোগকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে প্রকৃত চিত্র উপস্থাপনের কূটনৈতিক প্রয়াস হিসেবে দেখছে।

পেহেলগাম হামলার পর ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে এবং সীমান্তবর্তী আতারি-ওয়াঘা স্থলসীমান্ত বন্ধ করে দেয়। পাকিস্তান এই পদক্ষেপকে “যুদ্ধ ঘোষণার শামিল” বলে আখ্যায়িত করে। পাল্টা প্রতিক্রিয়ায় তারা ভারতের সঙ্গে বাণিজ্য স্থগিত এবং নিজেদের আকাশসীমায় ভারতীয় বিমানের চলাচল নিষিদ্ধ করে।

এরই মধ্যে পাকিস্তান গত শনিবার ‘আবদালি’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। ৪৫০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র তারা ‘সিন্ধু মহড়া’র অংশ হিসেবে পরীক্ষা করেছে বলে জানায়। ভারতের কর্মকর্তারা একে “স্পষ্ট উসকানি” হিসেবে উল্লেখ করেছেন।

এই উত্তেজনাকর পরিস্থিতিতে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। বিশেষ করে রাশিয়া জানিয়েছে, দুই দেশ সম্মত হলে তারা মধ্যস্থতার জন্য প্রস্তুত।

বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি, সীমান্তে সংঘর্ষ এবং পারস্পরিক নিষেধাজ্ঞার ফলে দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে। জাতিসংঘের আজকের এই বৈঠকে উত্তেজনা প্রশমনে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয় কি না, তা নজরে রাখছে আন্তর্জাতিক সম্প্রদায়।

উল্লেখ্য, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশ হলো— চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। পাশাপাশি পরিষদের ১০টি অস্থায়ী সদস্য দেশ হলো— আলজেরিয়া, ডেনমার্ক, গ্রিস, গায়ানা, পাকিস্তান, পানামা, দক্ষিণ কোরিয়া, সিয়েরা লিওন, স্লোভেনিয়া এবং সোমালিয়া।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button