Top Newsআন্তর্জাতিক

ইমরান খান ও বিলাওয়াল ভুট্টোর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করল ভারত

মোহনা অনলাইন

ভারত সরকার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারির ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ভারতে ব্লক করে দিয়েছে।

জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। ভারতে এই দুই নেতার প্রোফাইলে প্রবেশ করতে গেলে দেখা যাচ্ছে: “আইনি নির্দেশনার কারণে এই অ্যাকাউন্ট ভারতে বন্ধ করা হয়েছে।”

পিপিপি এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, পেহেলগাম হামলা নিয়ে বিলাওয়ালের আন্তর্জাতিক অঙ্গনে সাহসী বক্তব্যে অস্বস্তিতে পড়েছে ভারত। বিলাওয়াল হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, “নরেন্দ্র মোদি আতঙ্কিত এবং এই সিদ্ধান্ত তার অসহিষ্ণু মনোভাবের প্রমাণ।”

বিলাওয়ালের মুখপাত্র দাবি করেন, বিলাওয়ালই বিশ্বের সামনে প্রথম মোদির ‘গুজরাটের কসাই’ পরিচয় তুলে ধরেন এবং ভবিষ্যতেও তিনি মোদির “যুদ্ধবাজ” মানসিকতার বিরুদ্ধে সরব থাকবেন।

প্রসঙ্গত, পেহেলগাম হামলার পর ভারত সরকার একাধিক পাকিস্তানি সরকারি প্রতিষ্ঠান, সাংবাদিক, কনটেন্ট নির্মাতা, অভিনেতা ও ক্রীড়াবিদের এক্স, ইউটিউব এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে পাকিস্তানে ‘এক্স’ প্ল্যাটফর্মটি নিষিদ্ধ রয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button