রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা এক মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মো. সেলিমকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। আজ সোমবার (৫ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র এই আদেশ দেন।
সকাল ১০টা ১০ মিনিটে হাজী সেলিমকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। তাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হলে তার হাতে একটি পত্রিকার পৃষ্ঠা দেখা যায়। সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এক পুলিশ সদস্য সেটি নিতে গেলে হাজী সেলিম উত্তেজিত হয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। তিনি পুলিশের প্রতি উচ্চস্বরে অভিযোগ করতে থাকেন। পরে তার আইনজীবীর মধ্যস্থতায় তিনি শান্ত হন।
শুনানি শেষে তাকে এজলাস থেকে নামিয়ে হাজতখানার দিকে নেওয়ার সময় আবারও পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। পরে ধীরে ধীরে শান্ত হলে তাকে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে হাজতখানায় নেওয়া হয়। এ সময় তার মাথায় হেলমেট, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট এবং দুই হাত পিছমোড়া করে বাঁধা ছিল।
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী মো. সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ।



