আন্তর্জাতিক

উত্তেজনার মধ্যে আবারও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান

মোহনা অনলাইন

জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে আবারও ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান।

সোমবার (৫ মে) পাকিস্তানের সামরিক বাহিনী ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম ‘ফাতাহ’ সিরিজের ক্ষেপণাস্ত্রের একটি প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ সম্পন্ন করে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, ১২০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণটি চলমান সামরিক মহড়া “এক্স ইন্ডাস”-এর অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, উৎক্ষেপণের প্রধান উদ্দেশ্য ছিল সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি যাচাই এবং ক্ষেপণাস্ত্রটির উন্নত ন্যাভিগেশন ও নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতাসহ অন্যান্য প্রযুক্তিগত বৈশিষ্ট্য পরীক্ষা করা।

উৎক্ষেপণ কার্যক্রমে উপস্থিত ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, কৌশলগত সংস্থার বিজ্ঞানী ও প্রকৌশলীরা। সফল উৎক্ষেপণের পর জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান ও সেনাপ্রধান সংশ্লিষ্ট সেনা সদস্য, বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানান। তিনি দেশের আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সেনাবাহিনীর প্রস্তুতির ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেন।

দ্য ডন আরও জানায়, ফাতাহ সিরিজের এই ক্ষেপণাস্ত্র পাকিস্তানের কৌশলগত অস্ত্রভাণ্ডারে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। উন্নত ন্যাভিগেশন সিস্টেম ও টার্মিনাল গাইডেন্স প্রযুক্তির মাধ্যমে এটি শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম।

এর আগে পাকিস্তান ৪০০ কিলোমিটার পাল্লার ‘ফাতাহ-২’ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ সম্পন্ন করে, যা ইতোমধ্যে সেনাবাহিনীর আর্টিলারি ইউনিটে যুক্ত হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই উৎক্ষেপণ কৌশলগতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শনের লক্ষ্যে একটি স্পষ্ট বার্তা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button