বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ মঙ্গলবার (৬ মে) সকাল ১০টার দিকে ঢাকায় পৌঁছাবেন। তাকে স্বাগত জানাতে সকাল থেকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে। নির্ধারিত সময়ের আগেই বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দলীয় ও জাতীয় পতাকা হাতে বিমানবন্দর এলাকার সড়কে অবস্থান নেন এবং স্লোগানে মুখরিত করেন চারপাশ।
বিমানবন্দর ঘিরে অতিরিক্ত জনসমাগমের কারণে ট্রাফিক পুলিশও তৎপর রয়েছে। ভোর থেকেই ঢাকা ও দেশের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা এসে জড়ো হন। অনেকে সঙ্গে এনেছেন প্ল্যাকার্ড, ব্যানার ও ফুল।
ঢাকা উত্তর যুবদলের কর্মী জহিরুল ইসলাম স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে উপস্থিত হন। তিনি বলেন, “প্রিয় নেত্রীর আগমন আমাদের জন্য আনন্দের। খুব ভোরে এসেছি, তাকে একনজর দেখতেই।”
কাপাসিয়া থেকে আসা শাহরিয়ার কবির বলেন, “ফজরের নামাজ পড়ে রওনা দিয়েছি। প্রায় তিন মাস পর নেত্রীকে দেখতে পাব, এটি আমাদের জন্য গর্বের।”
এর আগে খালেদা জিয়ার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনের কিংস্টন থেকে নিজে গাড়ি চালিয়ে মাকে হিথরো বিমানবন্দরে পৌঁছে দেন। বিদায় জানাতে সেখানে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এদিকে, খালেদা জিয়া ও তার দুই পুত্রবধূকে বরণ করে নিতে প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। দলের অঙ্গসংগঠনগুলোকে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ পর্যন্ত ১১টি নির্দিষ্ট পয়েন্টে অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে। সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ হয়ে নেতাকর্মীরা নেত্রীকে শুভেচ্ছা জানাবেন।



