Top Newsজাতীয়

খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তন: ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা

মোহনা অনলাইন

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা শেষে আগামীকাল, মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় দেশে ফিরবেন। এ উপলক্ষে ঢাকা বিমানবন্দর থেকে গুলশানের নিজ বাসভবনে পৌঁছাতে তাকে অভ্যর্থনা জানাতে সড়কে ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিতে নিচের নির্দেশনাগুলো দেওয়া হয়েছে:

ট্রাফিক নির্দেশনা:

১. ফুটপাতে অবস্থানের অনুরোধ: সকাল থেকে দুপুর পর্যন্ত বিমানবন্দর-গুলশান সড়কে জনসাধারণকে রাস্তার বদলে ফুটপাতে অবস্থানের অনুরোধ করা হয়েছে। দলীয় নেতাকর্মীদের স্বেচ্ছাসেবক মোতায়েন করে এটি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

২. বিকল্প রুট ব্যবহারের অনুরোধ:

  • উত্তরা-গুলশান/বনানী রুট পরিহার করে নিচের বিকল্পগুলো ব্যবহারের অনুরোধ:

    • কামারপাড়া-ধউর ব্রিজ-পঞ্চবটী-মিরপুর বেড়িবাঁধ হয়ে গাবতলী।

    • ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে।

    • হাউজ বিল্ডিং-খালপাড়-মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন-মিরপুর ডিওএইচএস।

    • গুলশান-১/পুলিশ প্লাজা-আমতলী-মহাখালী হয়ে মহাখালী র‍্যাম্প ব্যবহার।

    • মহাখালী থেকে ময়মনসিংহ/টাঙ্গাইলগামী যানবাহনের জন্য মিরপুর-গাবতলী রুট।

    • বনানী/কাকলী র‍্যাম্প এড়িয়ে মহাখালী/এফডিসি র‍্যাম্প ব্যবহার।

৩. সেনানিবাস রুট: সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত হালকা যানবাহনের জন্য সেনানিবাসের জিয়া কলোনি-জাহাঙ্গীর গেইট-সৈনিক ক্লাব-স্টাফ রোড উন্মুক্ত থাকবে।

৪. এক্সপ্রেসওয়েতে অটো রিকশা ও মোটরসাইকেল চলাচল: নির্ধারিত টোল ও ৪০ কিমি/ঘন্টা গতিসীমা মানলে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করা যাবে। ট্রাফিক পুলিশ ওভারস্পিড ও লেন পরিবর্তনে ব্যবস্থা নেবে।

৫. রেল চলাচল সুবিধা:

  • ঢাকা-জয়দেবপুর ট্রেন ব্যবহার করতে উৎসাহিত করা হয়েছে।

  • টঙ্গী, বিমানবন্দর ও তেজগাঁও স্টেশনে ২ মিনিট থামবে আন্তঃনগর ট্রেন।

  • কমলাপুর-টঙ্গী রুটে অতিরিক্ত শাটল ট্রেন চলবে।

৬. বিদেশগামী যাত্রী ও পরীক্ষার্থীদের অনুরোধ: পর্যাপ্ত সময় নিয়ে এয়ারপোর্ট বা পরীক্ষাকেন্দ্রের উদ্দেশে রওনা হওয়ার অনুরোধ।

৭. মেট্রোরেল ব্যবহারের আহ্বান: বিশেষ করে মিরপুর ও উত্তরাবাসীর জন্য।

৮. ব্যাগ, লাঠি বহন নিষেধ।
৯. ব্যক্তিগত যানবাহনে বহরে যোগদান নিষিদ্ধ।
১০. মোটরসাইকেল ব্যবহার নিয়ন্ত্রণ: জনসমাগম থাকলে মোটরসাইকেল ব্যবহার নিষিদ্ধ। তবে রাস্তা ফাঁকা থাকলে চলাচল অনুমোদিত।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button