দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪০ মিনিটে কাতারের আমিরের বিশেষ ব্যবস্থায় পাঠানো একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দর ত্যাগের পর খালেদা জিয়া রাজধানীর গুলশানের নিজ বাসভবন ‘ফিরোজা’র উদ্দেশ্যে রওনা হন। তাকে স্বাগত জানাতে সকাল থেকেই বিমানবন্দরের বাইরের সড়কে বিএনপি নেতাকর্মীদের ঢল নামে। নির্ধারিত সময়ের আগেই বিপুলসংখ্যক নেতাকর্মী সেখানে উপস্থিত হন।
এদিকে, খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীকেও সেখানে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
এর আগে, সোমবার (৫ মে) বাংলাদেশ সময় রাত ৯টা ৩৫ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।
উল্লেখ্য, খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি যুক্তরাজ্যে যান এবং লন্ডনের একটি ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। তার শারীরিক অবস্থার অবনতির খবর জানতে পেরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন, যেটি ব্যবহার করেই তিনি লন্ডনে যান এবং একই বিমানে দেশে ফিরে আসেন।



